ভর্তি সংক্রান্ত তথ্য (Admission Info)

আমাদের কলেজে প্রতি শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হয়। ভর্তি প্রক্রিয়াটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। ভর্তি যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার জন্য ভিন্ন ভিন্ন নম্বরভিত্তিক শর্ত প্রযোজ্য। প্রয়োজনীয় কাগজপত্র: এসএসসি বা সমমান পরীক্ষার মার্কশীট ও সনদের ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (৪ কপি)। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের কপি। ভর্তি ফি ও অন্যান্য চার্জের রসিদ। আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইনে উভয় মাধ্যমে ভর্তি আবেদন করা যাবে। নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। মেধা তালিকা প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে। যোগাযোগ: ? ফোন: +8801XXXXXXXXX ? ইমেইল: [email protected] ? ওয়েবসাইট: www.iri-bd.com

Additional Information

অতিরিক্ত ভর্তি তথ্য (Extra Admission Info)

আমাদের ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ ও শিক্ষার্থী-বান্ধব করতে কিছু অতিরিক্ত তথ্য নিচে দেওয়া হলোঃ ? আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ: ৩০০ জন মানবিক বিভাগ: ২০০ জন বাণিজ্য বিভাগ: ১৫০ জন ? ভর্তি ফি ও অন্যান্য চার্জ ভর্তি ফি: ৫,০০০ টাকা সেশন চার্জ: ২,০০০ টাকা আইডি কার্ড ও অন্যান্য খরচ: ৫০০ টাকা (ফি পরিবর্তনশীল হতে পারে, তাই সর্বশেষ নোটিশ দেখুন) ? বিশেষ সুবিধা মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা। ভর্তি প্রক্রিয়ায় সম্পূর্ণ অনলাইন সাপোর্ট। ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা কমন রুম এবং নিরাপত্তা ব্যবস্থা। আধুনিক ল্যাব ও লাইব্রেরি সুবিধা। ? গুরুত্বপূর্ণ তারিখ ভর্তি আবেদন শুরু: ১লা জানুয়ারি আবেদন শেষ তারিখ: ৩১শে জানুয়ারি মেধা তালিকা প্রকাশ: ৫ই ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম সম্পন্ন: ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত ? যোগাযোগের ঠিকানা ? কলেজ ক্যাম্পাস: [তোমার কলেজের ঠিকানা] ? ফোন: +8801XXXXXXXXX ? ইমেইল: [email protected] ? ওয়েবসাইট: www.iri-bd.com