1. [email protected] : admin :

প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের বাণী

বিসমিল্লাহির রহমানির রহিম

আলহামদুলিল্লাহ! ইলমের বাগান রচনার এক মহান স্বপ্ন ছিল আমার হৃদয়ে, যা আজ *ইদারাতুল বুহুস আল-ইসলামিয়া, ঢাকা*
(Islamic Research Institute, Dhaka) নামে বাস্তবের এক মসৃণ রূপ লাভ করেছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট-পাথরে লেপ্টে আছে ইসলামের শাশ্বত জ্ঞানের আলো, রয়েছে ইলম ও প্রজ্ঞার সুরভি।

আমরা এমন এক স্বপ্ন দেখি, যেখানে ছাত্ররা শুধু বইয়ের পাতায় আবদ্ধ থাকবে না, বরং তাদের চিন্তাধারা হবে মুক্ত, দৃষ্টি হবে সুদূরপ্রসারী, এবং হৃদয় হবে সত্যের দীপ্তিতে উদ্ভাসিত। জ্ঞানের প্রকৃত স্বাদ তখনই উপলব্ধি করা যায়, যখন তা হৃদয়কে পরিশুদ্ধ করে, চারিত্রিক উৎকর্ষতা এনে দেয় এবং আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত বয়ে আনে।

আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

*مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ*
*“যার প্রতি আল্লাহ কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।”*
(সহিহ বুখারি: ৭১)

আমাদের এই প্রতিষ্ঠান সেই মহান পথচলার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এমন আলেম তৈরি করতে চাই, যারা শুধু কিতাবি জ্ঞানে সমৃদ্ধ হবে না, বরং যারা সমাজের বাতিঘর হয়ে সত্যের দিকনির্দেশনা দেবে। আমাদের শিক্ষাব্যবস্থা এমনভাবে বিন্যস্ত, যেখানে কুরআন-হাদিসের গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি ছাত্ররা বাস্তব জীবনের জটিলতা মোকাবিলার যোগ্যতা অর্জন করবে।

এই প্রতিষ্ঠান এক সেতুবন্ধন—অতীতের ঐতিহ্য, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনার মাঝে। এখানকার প্রতিটি ছাত্র আমাদের আমানত, যাদের আমরা গড়ে তুলতে চাই ইলম, তাকওয়া, ও প্রজ্ঞার সমন্বয়ে। আমরা চাই, তারা সত্য ও ন্যায়ের পতাকাবাহী হবে, দ্বীনের খাদেম হবে, এবং উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

আমি সর্বদা দোয়া করি, যেন *ইদারাতুল বুহুস আল-ইসলামিয়া* ইসলামের জ্ঞানের আলোকবর্তিকা হয়ে প্রজন্মের পর প্রজন্ম পথ দেখায়, যেন এখানে তৈরি হয় এমন এক জামাত, যারা শুধু ইসলামি স্কলার হবে না, বরং হবে নৈতিকতা, মানবতা ও তাকওয়াপূর্ণ জীবনের এক অনন্য রোল মডেল।

*হে আল্লাহ! আমাদের এই প্রচেষ্টা কবুল করুন, আমাদের ছাত্রদের দ্বীনের প্রকৃত খাদেম হিসেবে গড়ে তুলুন এবং আমাদের এই ক্ষুদ্র শ্রমকে আপনার দরবারে কবুল করুন। আমিন।*

*মুফতি মোহাম্মদ আমির হুসাইন*
🔲 প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল
*ইদারাতুল বুহুস আল-ইসলামিয়া, ঢাকা* ও
জামিয়া গিয়াসউদ্দিন আমিরুল উলুম, কেরানীগঞ্জ, ঢাকা

🔲 সহকারী সম্পাদক: আল- ইনজায ( আরবি ম্যাগাজিন) ঢাকা বিশ্ববিদ্যালয়

🔲 প্রাক্তন বিভাগীয় প্রধান ও মুহাদ্দিস: জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া, (কাজলারপাড় বড় মাদ্রাসা)  ঢাকা

© All rights reserved © 2025 Tnr7.Com
Design & Developed BY ThemesBazar.Com